Monday, May 9, 2022

অবাধ্য


সময় তো ঠিক করাই ছিল
সময় তো ঠিক করাই আছে, সব কিছুর জন্য
আঁজলা ধরে জল খাবো বুনো ঝর্ণার জলে
শাল পাতার ফাঁকে আলো আঁধারি খেলব
পায়ের পাতা ভিজিয়ে যাবে
শাপলা ফুলের সুবাস, ওই ঘাসে মুখ লুকবো
দণ্ডকলস ফুলের মধু খাবো আনমনা হয়ে
সময় নিয়ে বসে আছি সাঁকোর রেলিং ধরে
সূর্যাস্ত দেখব বলে
সাইকেলের ট্রিং ট্রিং বেল বাজাবো ভুলভাল
গগন মাঝি বয়ে নিয়ে যাবে তাঁর পাল তোলা নৌকো
ঢেউয়ের দোলায় মিশে যাবে তাঁর ছেলের গান
মন কেমনের দেশে
কোন একদিন হঠাৎ কোথাও দেখা হবে
বৈশ্যম্পায়নের সাথে, আমার ছেলেবেলার বন্ধু
ছাব্বিশ বছর দেখা হয়নি আমাদের, কত গল্প পড়ে
আছে, কত পাতার লেখা, কত বৃষ্টির ঝম ঝম
ট্রয় ট্রেনের বাতাসিয়া লুপ আর ঘুম এর মেঘদল
হন্যে হয়ে খুঁজব মালিনী পিসিকে , এ শহর
থেকে ও শহর, এ দৃশ্য থেকে ও দৃশ্য , এ জীবন
থেকে ও জীবন , আজীবন … আমার বয়ঃসন্ধির
ভীরু রাত দেব, জুতোর সুকতলা ক্ষয়ে যাবে,
খালি পায়ে হাঁটব উদ্দাম আর জিরিয়ে নেব আলপথে
সময় তো ঠিক করাই ছিল
সময় তো ঠিক করাই থাকে
থাকুক, এসো, আজ বরং অসময়ের বৃষ্টি হই
সময় তো ঠিক করাই ছিল
সময় তো ঠিক করাই থাকে
বাধ্য হয়ে থাকব না আর, অবাধ্য হতে ক্ষতি তো নেই
২৩ ডিসেম্বর ২০২১