মেঘ। এরপর পেরিয়ে যাবে একটা সাঁকো । আকাশগঙ্গার পথে।
ওপারে দাঁড়িয়ে আছো তুমি। আঙুল ছোঁবে আমার, আলতো স্পর্শে।
আর শরীরটা ? শতশত গাছ নতজানু হয়ে বসে আছে আদর
দেখবে বলে। সমুদ্রের নোনা জলে স্নান সেরে উঠে এসেছি আমি
তোমায় ভেজাব বলে, বৃষ্টি হয়ে। নষ্ট মেঘ বলে ডেকোনা আমায় ।
খেলাচ্ছলে রেখে গেছি,পাথর বাটি, সযত্নের কষ্টি পাথর, আগোছালো চুল
দু একটা জমিয়ে রাখা জামার বোতাম। তোমার কাছে সর্বস্ব আমার
চ্যাপ্টা গোলাপ আর্চির কার্ড আর কুয়াশা মাখানো স্বপ্নের ভোরবেলা।
ফিরিয়ে নিতে নেই কখনও, সাত সমুদ্র পারে সেসব বান্ধবী মেঘ হয়ে
কাঁপায় আমার চোখের পাতা তির তির ... সাঁকোর ওপারে দাঁড়িয়ে আছো
হাত রাখবে বলে, আর চোখে চোখ ? গভীরে তলিয়ে যাওয়ার আগে ভয়েরা
আস্টেপৃষ্টে জড়িয়ে রাখে আমার শরীরের উতল। আঁচল সরিয়ে দেখে নিয়ো
তুমি পড়ন্তের সূর্যালোক। রক্তিম লাল ফুটে উঠুক তোমার সাঁঝবেলায়।
২২ জুন, ২০২৩ বেলভিউ