কয়েকটা ঘটি বাটি, ভাঙ্গাচোরা মাটির কলস
ভাতের ডেকচি, পরে আছে পাশে, পোড়া
ভাত হয়নি বুঝি এখনও, দু মুঠো অন্ন সংস্থান
কয়েকটা হাওয়াই চটি , স্ট্র্যাপ ছেঁড়া, নীল শাদা
এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে, জোড়া মেলানো ভার
লণ্ডভণ্ড চারিদিক, বাতাসে আগুনের উত্তাপ
পোড়া কাঠ , দরজার তালা এখনও অবিকল
কড়ি কাঠ থেকে ঝুলছে বিদগ্ধ ফ্যান, আনমনা
দুজন বন্ধু এসেছিল, ছেলেটাকে ডাকতে
খেলতে নিয়ে যাবে মাঠে, কোন সাড়া শব্দ নেই
খেলার মাঠ পড়ে আছে একা , শ্মশানের নিস্তব্ধতা
মাঝে মাঝে বাতাসে হাহাকার, কান্নার শব্দ মিশে আছে
খেলা আর হলনা শেষ বেলা, কেউ কোথাও নেই
পড়ে আছে বাক্সবন্দী রাংতায় মোড়া পুতুল, ঘুড়ি লাটাই
বইয়ের ব্যাগ, যেন কবেকার আগের মাটির চিহ্ন
উঠোনে দাগ কেটে এক্কা দোক্কা খেলা
ওই মানুষেরা এসেছিল, পুড়িয়েছে বিশ্বাস
ওখানেই বগটুই, ধ্বংসস্তূপ , আটজন লাশ
0 comments:
Post a Comment