Wednesday, September 20, 2023

বৃষ্টি পতনের শব্দ

 ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আদিগন্তসবুজ ধানের খেত জুড়ে

চলন্ত ট্রেন পেরিয়ে যাচ্ছে অচেনা নদীবিকেলের ফুটবল মাঠ

আর কু ঝিকঝিকজানালায় আনমনা তুমিহাত বাড়িয়েছ যেই 

দেশ কাল পেরিয়ে সর্বাঙ্গ ভিজিয়েছে তোমায়অজান্তেই

দুর থেকে এ দৃশ্য তুলে রেখেছি সযত্নেপাট না ভাঙা শাড়ির মত

হাত বাড়াতে পারিনি আমিবিশ্বাস না হয়জিজ্ঞেস করো 

চা বাগানের ঠায় ভিজে যাওয়া ওই রাস্তার খোলাম কুচিকে

জিজ্ঞেস করো আদিবাসী মেয়ের বিনুনি চুলে হলুদ ফুলকে

সাক্ষী আছে পাহাড়ি রডোড্রেনড্রন আর মেঘ পাইনের কুয়াশারা

সাক্ষী আছে ওম মনিপদ্মে হুম সার সার পতাকা আর অচেনা ঝোরা 

 

তোমার কানের লতি বেয়ে নেমেছে বৃষ্টির ফোঁটামুক্তোর মতন 

হাত দিয়ে আলগোছে চুল সরিয়েছ তুমিঅথচ ছুঁয়ে দিলেই সব শেষ

বহুদূর থেকে দেখি আমি তোমাকেট্রেন ছেড়ে চলে গেছে গন্তব্যে

বৃষ্টি পতনের শব্দ মিলে মিশে একাকার আজ কু ঝিকঝিকে । 

19 September 2023, Bellevue

0 comments: