আজ উঠোন জুড়ে ঘন কালো মেঘ করে এল, তোমার চুলের মত
বিশ্বাস করো, খালি গায়ে নাচবো কিছুক্ষণ অবাধে, লজ্জা শরমের
বালাই থাকবে না, মৃগনাভি কস্তূরীর মত খুঁজব হরিণের মায়াবী চোখে
থাকবে ধেবড়ে যাওয়া কাজলের টিপ, রঙ চটা মেদুরতা
মেঘের আলতো ছোঁয়ায় গায়ে কাঁটা দেবে, শিউরে উঠবো,
বার বার, যেমন শিউরে উঠি তোমার সোহাগে আদরে
উফফ অসহ্য গরম পরেছে আজ, গায়ে রাখা যাচ্ছে না সুতো - তোমার
নিজস্ব কৈফিয়ত শুনব না আজ। আমি তো জানি মেঘের সাথে
সখ্যতা তোমার কতখানি। না কি প্রেম ? লুকোচুরি খেলা অলক্ষ্যে
মেঘেরা এলে ডেকো না আমায় আজ, সারা বিকেল অপেক্ষায় আমি
বৃষ্টি হয়ে নেমে এসো ঠোঁট থেকে, হাতের আঙুলে
খড়কুটো হোক বা বনপলাশ, সর্বাঙ্গ জড়িয়েছ তুমি মেঘের চাদরে
19 September 2023, Bellevue
0 comments:
Post a Comment