Wednesday, September 20, 2023

সোহাগে আদরে

আজ উঠোন জুড়ে ঘন কালো মেঘ করে এলতোমার চুলের মত

বিশ্বাস করোখালি গায়ে নাচবো কিছুক্ষণ অবাধেলজ্জা শরমের 

বালাই থাকবে নামৃগনাভি কস্তূরীর মত খুঁজব হরিণের মায়াবী চোখে

থাকবে ধেবড়ে যাওয়া কাজলের টিপ, রঙ চটা মেদুরতা 

মেঘের আলতো ছোঁয়ায় গায়ে কাঁটা দেবেশিউরে উঠবো

বার বারযেমন শিউরে উঠি তোমার সোহাগে আদরে

 

উফফ অসহ্য গরম পরেছে আজগায়ে রাখা যাচ্ছে না সুতো - তোমার

নিজস্ব কৈফিয়ত শুনব না আজ  আমি তো জানি মেঘের সাথে

সখ্যতা তোমার কতখানি  না কি প্রেম লুকোচুরি খেলা অলক্ষ্যে 

মেঘেরা এলে ডেকো না আমায় আজসারা বিকেল অপেক্ষায় আমি 

বৃষ্টি হয়ে নেমে এসো ঠোঁট থেকেহাতের আঙুলে 

খড়কুটো হোক বা বনপলাশসর্বাঙ্গ জড়িয়েছ তুমি মেঘের চাদরে

19 September 2023, Bellevue

0 comments: