কবিতার কবেকার সীমাহীন মুহূর্ত
ছুঁয়ে যায় দেশকাল
জেগে উঠে চিঠি লিখি আলতো নীল পাতায়
ঝম ঝম বৃষ্টি নামে পাহাড়ের গা ছুঁয়ে
বরফের সাদা মিশে যায় কুয়াশায়
এখানে বৃষ্টি নামে বারো মাস
এখানে ভালবাসা রডড্রেনড্রন গুচ্ছ
এখানে কান পাতলেই তুষারপাত
এখানে ভ্যালেনটাইনডেরা তুচ্ছ ।
0 comments:
Post a Comment